কালাই পৌর এলাকায় ২ সপ্তাহের বিধিনিষেধ জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১০:৩৫ পিএম, ১৮ জুন ২০২১

করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জয়পুরহাটের কালাই পৌরসভা এলাকায় দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে জয়পুরহাট সদর পৌরসভা ও পাঁচবিবি পৌরসভা এলাকায় গত ৭ জুন থেকে বিধিনিষেধ চলছে। আজ থেকে কালাই পৌর এলাকায় বিধিনিষেধ জারি করা হলো।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার জানান, পৌরসভা এলাকায় বিকেল পাঁচটা থেকে সকাল ছয়টা পর্যন্ত দোকান-পাটসহ বাস চলাচল বন্ধ থাকবে। তবে ওষুধ ও খাবারের দোকান খোলা থাকবে। চলবে দূরপাল্লার বাস।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭৩ জনের নমুনার অ্যান্টিজেন পরীক্ষায় ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা আক্রান্ত হয়ে জয়পুরহাটে ১ হাজার ৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ জেলায় ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভ এসেছে।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।