খসরুর আসনে স্ত্রীসহ মনোনয়নপত্র কিনলেন ৮ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১৪ জুন ২০২১

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উপ-নির্বাচনে সোমবার (১৪ জুন) পর্যন্ত প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরুর স্ত্রী সেলিমা খসরুসহ মোট আট প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বুলবুল আহাম্মদ রাত ১০টায় জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার বিকেল ৫টা পর্যন্ত বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মোট আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার মধ্যে নৌকা মনোনীত প্রার্থী আবুল হাশেম খাঁন রয়েছেন।

বাকিরা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, প্রয়াত আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান রুমি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহতাব হোসেন, আবদুল জলিল ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল হক, ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জসিম উদ্দিন। তবে সোমবার পর্যন্ত এদের মধ্যে কেউ মনোনয়নপত্র জমা দেননি।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, মনোনয়নপত্রটি আমি আগেই সংগ্রহ করেছি। প্রধানমন্ত্রী যেহেতু আবুল হাশেম খাঁনকে দলীয় মনোনয়ন দিয়েছেন, সে কারণে আমি জমা দেব না। কারণ আমি দলের আনুগত্য করি।

কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান রুমি বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্বাচনের আগেই আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। প্রধানমন্ত্রী যেহেতু বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন সেখানে আমার মনোনয়ন জমার প্রশ্নই আসে না।

উল্লেখ্য, এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন। ভোট গ্রহণ ২৮ জুলাই।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।