দর্শনা চেকপোস্ট দিয়ে ফিরলেন আরও ১৬ বাংলাদেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৪ জুন ২০২১
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ফিরেছেন আরও ১৬ বাংলাদেশি। সোমবার (১৪ জুন) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চেকপোস্টে আসলে তাদের পরীক্ষা থেকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, ১৬ বাংলাদেশি দর্শনা চেকপোস্টে আসলে তাদের প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তবে কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তাদের বিশেষ নিরাপত্তায় মাইক্রোবাসে করে চুয়াডাঙ্গা নিয়ে যাওয়া হয়। এরমধ্যে ১২ জনকে চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ও চারজনকে হোটেল ভিআইপিতে নেয়া হয়। সেখানে তারা নিজ খরচে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, গত ২৮ দিনে ভারতে আটকেপড়া ৮৩৮ জন বাংলাদেশি এ চেকপোস্ট দিয়ে ফিরেছেন। এদের মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। ইতোমধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।