সাতক্ষীরা সীমান্তে ২ নারীকে উদ্ধার


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা দুই নারীকে উদ্ধার করেছে বিজিবি। রোববার সকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দুই নারী হলেন, বাগেরহাট জেলার মংলা থানার হোলদিবুনিয়া গ্রামের চানমিয়ার স্ত্রী রওশান আরা (৪০) ও একই গ্রামের সজিব গাজীর স্ত্রী রুমা খাতুন (১৯)।

সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত ফাঁড়ির বিজিবির কোম্পানি কমান্ডার হায়দার আলী জাগো নিউজকে জানান, পাচারকারীরা দুই নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা তলুইগাছা সীমান্তে নিয়ে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এলাকায় অভিযান চালান। এসময় দুই নারীকে উদ্ধার করা হয়।

তবে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। উদ্ধারকৃত দুই নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।