কিশোরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৪ জুন ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

সোমবার (১৪ জুন) উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইকতলী গ্রামের মানিক মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২১), একই এলাকার মো. তাজু মিয়ার ছেলে মো. সাত্তার মিয়া (১৯) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চান্ডিবেড় দক্ষিণপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান বাবু (২৩)।

jagonews24

র‌্যাব-১৪ এর, কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, একটি চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে কেনাবেচা করছে। গোপনে খবর পেয়ে সোমবার সকাল ৯ টার দিকে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দাড়িয়াকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নূর মোহাম্মদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।