নাটোরে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৭০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৪ জুন ২০২১
ফাইল ছবি

নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭১ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৯৩ শতাংশ। এদিকে নাটোর হাসপাতালে ৩১ শয্যার বিপরীতে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন।

নাটোর সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নাটোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় নাটোর দত্তপাড়া এলাকার গোলাম মণ্ডল (৭০) ও গুরুদাসপুরের মহারাজপুর গ্রামের মরিয়ম বেগমের (৬০) মৃত্যু হয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার পর্যন্ত করোনায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪ জন। আর জেলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন ৩৫ জন।

রেজাউল করিম রেজা/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।