গর্তে আটকে গেল ২ ট্রাক, দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১১:২৬ এএম, ১৪ জুন ২০২১

দিনাজপুর-ঢাকা মহাসড়কের আমবাড়ীতে দুটি পণ্যবাহী ট্রাক গর্তে আটকে গেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়ে আছে শত শত যান।

সোমবার (১৪ জুন) সকাল ৯টা থেকে দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

জানা যায়, মহাসড়কের পার্বতীপুর উপজেলার আমবাড়ীর হাটের পূর্ব পাশে কুড়িয়াইল নামক স্থানে রোববার (১৩ জুন) সন্ধ্যায় ঢাকাগামী ভূট্টাবোঝাই একটি ট্রাক নির্মাণাধীন রাস্তার গর্তে আটকে পড়ে। এ ট্রাকটি সারারাতেও সরানো হয়নি।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরদিন সোমবার সকাল ৯টায় ওই ট্রাকটিকে ক্রস করে যাওয়ার সময় ঢাকাগামী আরেকটি পণ্যবাহী ট্রাক একইস্থানে আটকে যায়। এতে দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সোমবার আমবাড়ীতে হাটবার হওয়ায় যানজট আরো বেশি বেড়ে যায়।

jagonews24

আমবাড়ী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মিঠু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। ট্রাকগুলো উদ্ধারের তৎপরতা চলছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমদাদুল হক মিলন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।