প্রাইভেটকারে মিলল ৪৯ কেজি গাঁজা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৩ জুন ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

রোববার দুপুরে (১৩ জুন) র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (১২ জুন) বিকেলে গোবিন্দগঞ্জ এলাকায় প্রাইভেটকার তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার করা হয়।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এতে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে আনোয়ার হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রাইভেটকারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেয়ার কথা স্বীকার করেন। তার সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জীতু কবির/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।