নাফ নদী থেকে উদ্ধার হলো আরও এক শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৩ জুন ২০২১

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীর থেকে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ। গত দুদিনে নদী থেকে উদ্ধার করা হলো চারটি মরদেহ। 

রোববার (১৩ জুন) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল নামের এলাকায় তার মরদেহ ভেসে আসে।

এর আগে শনিবার (১২ জুন) দুই শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ উদ্ধার হওয়া ওই নারীর পরিবারের সদস্য এ শিশু। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, টেকনাফের হ্নীলায় নাফ নদীর তীরে একটি শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার একই নদীর তীর থেকে দুই শিশুসহ রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তারা সম্পর্কে মা-মেয়ে বলে দাবি করেছে শরণার্থী ক্যাম্প কর্তৃপক্ষ।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘নাফ নদীর তীরে আরও একটি মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার মা-মেয়েসহ তিনজনের মরদেহ পেয়েছিল পুলিশ। মিয়ানমারে যাওয়ার পথে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় এরা মারা যায় বলে ধারণা করা হচ্ছে। রোববার পাওয়া মরদেহের এ শিশুটিও হয়তো সে নৌকায় ছিল।’

রোহিঙ্গাদের ভাষ্যমতে, সম্প্রতি একটি দালাল চক্রের সহযোগিতায় নৌকা নিয়ে নদী পার হয়ে মিয়ানমারে যাচ্ছেন রোহিঙ্গারা। সে সুবাদে শুক্রবার রাতে বালুখালী ক্যাম্প (ক্যাম্প-১১) থেকে জানে আলম নামের এক ব্যক্তি পরিবারের পাঁচ সদস্য নিয়ে মিয়ানমারে যাচ্ছিলেন। এসময় ঝড়ে নৌকাডুবির ঘটে। পরে শনিবার তিনজনের মরদেহ পাওয়া যায়।

উখিয়ার বালুকালী রোহিঙ্গা ক্যাম্প-১১ ইনচার্জ (সহকারী সচিব) আরাফাতুল আলম বলেন, ‘খবর পেয়েছি আরো এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহটি শনাক্তের কাজ চলছে।’

সায়ীদ আলমগীর/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।