টাঙ্গুয়ার হাওর-নীলাদ্রি ভ্রমণে নিষেধাজ্ঞা, এরপরও ছুটছেন পর্যটকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৩ জুন ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রিসহ সব পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

তবওে দূর-দূরান্ত থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রির সৌন্দর্য্য উপভোগ করতে ছুটছেন পর্যটকরা। তারা গোপনে নৌকায় করে তাহিরপুর উপজেলা থেকে হাওর ও নীলাদ্রিতে যাচ্ছেন।

পর্যটক সৌরভ আহমেদ জাগো নিউজকে বলেন, ‘টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য্য দেখার জন্য আমরা ঢাকা থেকে এসেছি। কিন্তু এখানে এসে জানতে পারি টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু একজন নৌকার মালিক আমাদের জানিয়েছে- টাকা বেশি হলে তিনি আমাদের হাওরে ঘুরতে নিয়ে যাবেন। বাধ্য হয়ে টাকা বেশি দিয়ে এসে হাওরের সৌন্দর্য্য উপভোগ করছি।’

jagonews24

তাহিরপুর উপজেলার বাসিন্দা রাকিব আহমেদ জাগো নিউজকে বলেন, ‘আজ কয়েকটি নৌকা দেখেছি টাঙ্গুয়ার হাওরের দিকে যেতে। এভাবে বাইরে থেকে পর্যটকরা আসছেন, তারা স্বাস্থ্যবিধি মানছেন না। এতে উপজেলায় করোনার সংক্রমণ দিন দিন বাড়তে পারে। আমরা প্রশাসনের নজরদারির জোর দাবি জানাই।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জাগো নিউজকে বলেন, ‘সব পর্যটনকেন্দ্রে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা না জেনে আসছেন, তাদেরকে আমরা ফিরিয়ে দিচ্ছে। তবে জানার পরও যদি কেউ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

লিপসন আহমেদ/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।