খাগড়াছড়িতে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল


প্রকাশিত: ০৬:২১ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি পৌরসভার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার তাদের মনোনয়নপত্র বাতিল করেন।  

খাগড়াছড়ি পৌরসভার রিটার্নিং অফিসার এটিএম কাউছার জানান, যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ২৭ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ১৪ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ১নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মংশেচিং মারমা ও সংরক্ষিত ১নং ওয়ার্ডের (১, ২ ও ৩নং ওয়ার্ড) প্রার্থী আয়েশা আক্তার লাকী’র মনোনয়নপত্র বাতিল করা হয়।

রোববার খাগড়াছড়ি পৌরসভার ৮ মেয়র প্রার্থীসহ বাকি কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে বলেও জানান খাগড়াছড়ি পৌরসভার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) এটিএম কাউছার।

এদিকে একই দিন মাটিরাঙ্গা পৌরসভায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিন মেয়র প্রার্থীসহ ৮জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও ১৪ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নুরুল আলম। রোববার সকালে অবশিষ্ট ৫ সাধারণ ওয়ার্ডের ৩০ জন কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলেও জানান তিনি।


মুজিবুর রহমান ভুইয়া/এআরএস


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।