সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে ১০ সদস্যের আংশিক কমিটি ঘোষণার ১৫ মাস পর সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত শুক্রবার রাতে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্র।
গত বছরের ৮ সেপ্টেম্বর ১০ সদস্য বিশিষ্ট যে কমিটি ঘোষণা করা হয়েছিল, সেই কমিটির দুই যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম ও সঞ্জয় কুমার বহিষ্কৃত হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি থেকে তাদের বাদ দেয়া হয়েছে। বহিষ্কৃতদের পরিবর্তে অন্য দুজনকে এই পদে মনোনিত করা হয়েছে।
কমিটি অনুমোদনের জন্য জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকায় অবস্থান করছিলেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
জানা যায়, অনুমোদিত কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া সহ-সভাপতি রয়েছেন ১৯ জন, যুগ্ম সম্পাদক ৫ জন, সাংগঠনিক সম্পাদক ৭ জন, বিভিন্ন সম্পাদকীয় পদে ২৩ জন, উপ-সম্পাদকীয় পদে ২৫ জন, সহ-সম্পাদক ১৫ জন এবং সদস্য রয়েছেন ৪৩ জন। প্রচার ও দফতরে উপ-সম্পাদক রয়েছেন দুইজন করে।
স্থান পেলেন যারা : শুক্রবার রাতে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয় বলে জানা গেছে। জেলা ছাত্রলীগে স্থান পাওয়া নেতৃবৃন্দরা হলেন, শাহরীয়ার আলম সামাদকে সভাপতি ও এম. রায়হান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গঠিত কমিটিতে ১৯ জন সহ-সভাপতি রাখা হয়েছে।
সহ সভাপতিরা হলেন, নিজাম উদ্দিন, রশিদুল ইসলাম রাশেদ, আলী হোসেন, হোসাইন আহমদ চৌধুরী, সালাউদ্দিন পারভেজ, মামুন উদ্দিন, সাইফুর রহমান, অনিরুদ্ধ মজুমদার পলাশ, সাহেদ আহমদ, সোলেমান হোসেন চৌধুরী, খালেদুর রহমান খালেদ, সোহেল আহমদ মুন্না, মো. হারুনুর রশীদ, মো. ছায়েফ আহমদ, আবরার আহমদ চৌধুরী, ইমরান চৌধুরী, মো. শাহীন আলী, দেবাশীষ দেশমূখ্য রাজু, মো. এমরুল হক।
যুগ্ম সম্পাদক পদে ৫ জন রয়েছেন। তারা হলেন, জুবায়ের খান, জাওয়াদ ইবনে জাহিদ খান, অসিম কান্তি কর, শাকুর আহমদ জনি ও তোফায়েল আহমদ সানি।
সাংগঠনিক সম্পাদকরা হলেন, দিদার হোসেন সাজু, মুহিবুর রহমান মুহিব, মিজানুর রহমান মিজান (বালাগঞ্জ), কামরুল হোসেন খান, ফাহিম আহমদ শাহ, শাহীন আহমদ চৌধুরী নয়ন ও মো. ছায়েম আহমদ।
এছাড়া সম্পাদকীয় পদগুলোর মধ্যে রয়েছেন, প্রচার সম্পাদক নিলয় কিশোর ধর জয়, দপ্তর সম্পাদক আদিরাজ উজ্জ্বল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. আমান উদ্দিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মওদুদ আহমদ আকাশ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব চন্দ্র দাশ, সমাজসেবা সম্পাদক জাকারিয়া মাহমুদ রহমান, ক্রীড়া সম্পাদক রাফিকুল ইসলাম রাফি, পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জামান ও ছাত্রী বিষয়ক সম্পাদক মাইশাত মেহরীন ইসলাম।
অর্থ সম্পাদক ফুজায়েল আহমদ বাপ্পী, আইন বিষয়ক সম্পাদক টিপু রঞ্জন দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ছাদিকুর রহমান, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক এনামুর রহমান জাহেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশফাক আহমদ মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরূপ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শিব্বির আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক একেএম চৌধুরী জাবেদ, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক রেজাউর রহমান মোস্তাক, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেল রাজা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ (বিয়ানীবাজার) ও ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মো. মনজুরুল ইসলাম।
উপ সম্পাদকরা হলেন, উপ প্রচার সম্পাদক আতিকুল ইসলাম ইমন ও এমএ রাজ্জাক, উপ দপ্তর সম্পাদক সাইফুর রহমান রাজন ও রাফিউল করিম মাছুম, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাদেক আহমদ খান খোকন, উপ সাংস্কৃতিক সম্পাদক আবদুল আজাদ শেহনাজ, উপ সমাজসেবা সম্পাদক তারেক হাসান চৌধুরী, উপ ক্রীড়া সম্পাদক মো. ইমরান আহমদ, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, উপ ছাত্র বিষয়ক সম্পাদক বখতিয়ার আকরাম চৌধুরী অনি, উপ অর্থ সম্পাদক সালাউদ্দিন আল মামুন।
উপ আইন বিষয়ক সম্পাদক কাওসার উদ্দিন আহমদ, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শাহীন (আবদুস শহীদ), উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জামিল আহমদ, উপ ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন, উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. তানভীর হোসেন, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আহমদ আল ফয়সাল, উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রুবেল আহমদ, উপ গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আবদুর রাহি রিফাত, উপ মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. শাহান আহমদ, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম পিনু ও উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মো. হোসেন আহমদ।
এছাড়া কমিটিতে ১৫ জন সহ সম্পাদক ও ৪১ জনকে সদস্য রাখা হয়েছে।
ছামির মাহমুদ/এমএএস/আরআইপি