স্বামী-ভাসুর-জাকে দায়ী করে শরীরে লিখে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১১ জুন ২০২১
বরিশালে আত্মহননকারী গৃহবধূর স্বামী স্বপন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শ্বশুরবাড়ির লোকজনের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে টুম্পা মন্ডল নামে (৪০) এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ জুন) ওই নারী আত্মহত্যা করেন। খবর পেয়ে পরদিন (বুধবার) পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর আগে কলম দিয়ে তিনি নিজের শরীরে আত্মহত্যার কারণ লিখে গেছেন। সেখানে টুম্পা দায়ী করে গেছেন স্বামী স্বপন মন্ডল, ভাসুর বিবেক মন্ডল ও বিবেকের স্ত্রী রীতা মন্ডলকে। তিনি লিখে গেছেন, অকথ্য গালিগালাজ ও মানসিক নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

এ ঘটনায় গৃহবধূ টুম্পা মন্ডলের বড় বোন কল্পনা অধিকারী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন। মামলার পর মৃতের স্বামী স্বপন মন্ডলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার স্বপন মন্ডলকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গৃহবধূ টুম্পা মন্ডলের বাবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামান্দেরআক গ্রামে। ১১ বছর আগে টুম্পার সঙ্গে মাদারীপুর জেলার ডাসার থানার নবগ্রাম এলাকার মৃত বঙ্কিম মন্ডলের ছেলে স্বপন মন্ডলের বিয়ে হয়। টুম্পা ও স্বপন দম্পতির ৮ বছরের ছেলে সন্তান রয়েছে। সংসারে আর্থিক অস্বচ্ছলতার কারণে এই দম্পতি দৈনিক মজুরি ভিত্তিতে মাটি কাটার কাজ করতেন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম মামলার এজাহারের বরাত দিয়ে জানান, বিয়ের পর স্বামীর সঙ্গে টুম্পা মন্ডল মাদারীপুর জেলার ডাসার থানার নবগ্রাম এলাকায় থাকতেন। তবে সেখানে ভাসুর বিবেক মন্ডল ও রীতা মন্ডল তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ কারণে ৭-৮বছর আগে স্বামীকে নিয়ে টুম্পা আগৈলঝাড়ার বাবার বাড়িতে এসে বসবাস শুরু করেন। গত কয়েক মাস ধরে স্বামী স্বপন মন্ডল তার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছিলেন।

এদিকে, স্বপনের বাড়ির সব সম্পত্তি ভোগ করে আসছিলেন বিবেক ও তার স্ত্রী। সম্পত্তির বিষয়টি সমাধানের জন্য গত ৮ জুন সকালে টুম্পা শ্বশুরবাড়িতে যান। স্বামীর ভাগের জমি দাবি করলে বিবেক ও রীতা তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে বাড়ি থেকে বের করে দেন। মঙ্গলবার রাতে বাবার বাড়ি এসে টুম্পা মন্ডল অপমানে বিষপান করে আত্মহত্যা করেন। বুধবার সকালে খবর পেয়ে পুলিশ টুম্পার মন্ডলের মৃতদেহ উদ্ধার করে।

পরিদর্শক মাজহারুল বলেন, সুরতহাল রিপোর্ট তৈরির সময় টুম্পা মন্ডলের হাঁটুর ওপর অংশে কলমের কালিতে কিছু লেখা চোখে পড়েছে। সেখানে তার আত্মহত্যার জন্য স্বামী স্বপন মন্ডল, ভাসুর বিবেক মন্ডল ও বিবেকের স্ত্রী (জা) রীতা মন্ডলকে দায়ী করেছেন। কারণ হিসেবে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও মানসিক নির্যাতন করে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়ার কথা টুম্পা মন্ডল লিখে গেছেন। আত্মহত্যা প্ররোচণার অভিযোগ এনে তার বড় বোন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর গৃহবধূর স্বামী স্বপন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাইফ আমীন/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।