কুমিল্লায় ভুয়া চিকিৎসকের অর্থদণ্ড, চেম্বার সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২৩ এএম, ১১ জুন ২০২১

হাড়ভাঙা চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে রাজু কবিরাজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব এ দণ্ডাদেশ দেন। এসময় বাগমারা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার উল্যাহ ও লালমাই থানার পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

jagonews24

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অজিত দেব বলেন, জরিমানার অর্থ পরিশোধের পর ভুয়া চিকিৎসক আলী নেওয়াজ ভ্রাম্যমাণ আদালতের মুচলেকা দিয়ে চিকিৎসাকার্য না করার অঙ্গীকার করেন। এ সময় কথিত চিকিৎসালয়টি সিলগালা করা হয়।

উল্লেখ্য, আলী নেওয়াজ প্রকাশ রাজু কবিরাজ দীর্ঘ দেড় যুগ ধরে বিশেষজ্ঞ সার্জন সেজে আল আমিন মেডিকেল হলে চেম্বার বসিয়ে হাড়ভাঙা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। চেম্বার এলাকায় নিজস্ব দ্বিতল ভবনের নিচতলায় চালু করেছেন মিনি পঙ্গু হাসপাতাল। অনুমোদনহীন ওই হাসপাতালে রোগী ভর্তি রেখে চিকিৎসার নামে চলে অপচিকিৎসা।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।