জমির বিরোধে সন্তানের লাঠির আঘাতে হাসপাতালে বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:৩৯ এএম, ১১ জুন ২০২১

সন্তানের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক বাবা। জমি নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছেলে আবুল কাশেম লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন তার বাবা আবু হানিফ ওরফে ফুলু মুন্সিকে (৭৫)।

বৃহস্পতিবার (১০ জুন) আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ দোহসুহ গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু হানিফ ওরফে ফুলু মুন্সী দীর্ঘদিন ধরে একখণ্ড খাস জমি ভোগদখল করে আসছেন। সরকারি ওই খাস জমি জোরপূর্বক দখল নিতে তার ছেলে আবুল কাশেম ও তার স্ত্রী শিউলী সেখানে যান। এ সময় তার বাবা তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আবুল কাশেম তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আটোয়ারী থানা পুলিশের ওসি (তদন্ত) মো. দুলালউদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সফিকুল আলম/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।