যমুনা সারকারখানার উৎপাদন বন্ধ


প্রকাশিত: ০৬:৩১ এএম, ১৩ নভেম্বর ২০১৪

যান্ত্রিক ত্রুটির কারণে দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের যমুনা সারকারখানর উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে কারখানাটির ইউরিয়া প্লান্টে লিকেজ দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

কারখানার জিএম. (অপারেশন) রবিউল ইসলাম জানান, দৈনিক ১৭শ মেট্রিক টন ইউরিয়া উৎপাদক্ষম কারখানাটির ক্রটি দেখা দেওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারখানাটি ফের উৎপাদনে যেতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।