অসুস্থ হয়ে পড়ে আছে হনুমানটি, ৯৯৯-এ ফোন করেও মেলেনি সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৯ জুন ২০২১

টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের একটি বাড়িতে বিরল প্রজাতির একটি হনুমান আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে। হনুমানটি উদ্ধারের জন্য দুদিন ধরে ৯৯৯ নম্বরে ফোন করেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন মামুন মিয়া নামের এক ব্যবসায়ী।

মামুন মিয়া ওই গ্রামের সহির উদ্দিনের ছেলে। বর্তমানে তার বাড়িতে রয়েছে হনুমানটি।

মামুন মিয়া জানান, কয়েক দিন আগে হঠাৎ করেই তাদের বাড়িতে আসে হনুমানটি। খবর পেয়ে স্থানীয় লোকজন বাড়িতে ভিড় করতে থাকেন। কেউ কেউ কলা, পাউরুটিও খেতে দেন। দুদিন আগে সোমবার হনুমানটি গাছ থেকে মাটিতে নেমে আসে খাবার খেতে। এসময় একটি কুকুর তার পিঠে কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়ে প্রাণীটি। তারা এর ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেন। এরপর থেকে দুদিন (মঙ্গল এবং বুধবার) ৯৯৯ নম্বরে ফোন দিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না এলাকাবাসী।

বুধবার (৯ জুন) সকালে বৃষ্টিতে ভিজে প্রাণীটি আরও অসুস্থ হয়ে পড়লে সেটি গাছ থেকে মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন প্রাণীটি পলিথিন দিয়ে ঢেকে দেন।

হনুমানটি দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীসহ স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। হনুমানটির চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ থেকে ব্যবস্থা নেয়া হবে।

আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।