বিধিনিষেধ অমান্য করে খুলল কোচিং সেন্টার, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৮ জুন ২০২১

সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং সেন্টার খোলায় ময়মনসিংহে ‘বিজ্ঞান ও প্রাইভেট কোচিং’ নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ জুন) নগরীর নতুন বাজারের সাহেব আলী রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. এরশাদ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচি সেন্টার খোলার সংবাদের ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বিজ্ঞান ও প্রাইভেট কোচিং নামের ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

school1

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও করোনার শুরু থেকে এ কোচিং সেন্টারে নিয়মিত কোচিং করে আসছি।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং পরিচালনা করায় জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।