সাতক্ষীরায় যৌথ অভিযানে গ্রেফতার ৫৬


প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ১৫ কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১৩ জন ও শিবিরের দুইজন কর্মীসহ বিভিন্ন মামলার ৪১ জন আসামি রয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন জাগো নিউজকে জানান, র‌্যাব, পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে সাতক্ষীরা সদর থানায় ১৮ জন, কলারোয়ায় ৩ জন, তালায় ২ জন, কালিগঞ্জে ১০ জন, শ্যামনগরে ৩ জন, আশাশুনিতে ৯ জন, দেবহাটায় ৭ জন ও পাটকেলঘাটায় ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।