শিক্ষার্থীকে পিটিয়ে জখম : অভিযুক্ত শিক্ষক জেলে
অংক করতে ভুল করায় বরগুনার একটি কোচিং সেন্টারে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মালিহাকে নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলাম বাদলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বরগুনা শহরের নাথপট্টি লেক এলাকা থেকে তাকে আটক করা হয়।
বাদলকে গ্রেফতার করার পর তার স্ত্রী ও দুই সন্তানকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার দুপুরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করেছে পুলিশ। এসময় আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে শনিবার দুপুরে থানা থেকে আদালতে নেয়ার সময় বাদলের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাঁধা দেন তার স্বজনরা।
বরগুনা সদর হাপাতাল সূত্রে জানা গেছে, গতকালের চেয়ে মালিহার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে।
অভিযুক্ত শিক্ষক জহিরুল ইসলাম বাদল বরগুনার রোডপাড়া শহিদ স্মৃতি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বরগুনার কলেজ রোডে বিজয় বৃত্তি কোচিং নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করে আসছেন।
এর আগেও শিক্ষার্থী নির্যাতনসহ প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিভিন্ন সময়ে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে আটক করে তার কোচিং সেন্টার সিলগালা করে দেয়া হয়।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এমজেড/এমএস