বাসে ঘুমের মধ্যেই প্রাণ গেল পরিবেশবিদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৮ জুন ২০২১

কুমিল্লায় বাসে আনিসুজ্জামান নামের এক পরিবেশবিদের মরদেহ পাওয়া গেছে। তিনি ওই বাসের যাত্রী ছিলেন। তিনি ঢাকার উত্তরার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৭ জুন) রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টাইমস স্কয়ার নামের একটি হোটেলের সামনে যাত্রাবিরতির সময় সৌদিয়া বাস থেকে তার মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানার পুলিশ।

সৌদিয়া বাসের যাত্রীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া বাস টাইমস স্কয়ারে থামলে বাসের লোকজন যাত্রীর কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে বিকেল ৩টার বাসে ওঠেন আনিসুজ্জামান নামের ওই ব্যক্তি। এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটা স্বাভাবিক মৃত্যু বলে মনে হয়েছে।

আনিসুজ্জামান বন্যপ্রাণী বিজ্ঞানী ও পরিবেশ প্রকৃতি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন বলে জানা গেছে।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।