নাটোরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৭ জুন ২০২১

নাটোরে একদিনে সর্বোচ্চ ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৫২ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। এতে করোনা আক্রান্তের হার ৬৭ শতাংশ।

সোমবার (৭ জুন) সকালে নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নাটোরে আজকে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে হবে। না হলে নাটোর ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে পারে। এরইমধ্যে নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটের ৩১টি শয্যার বিপরীতে ৩৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।’

নাটোর সদর হাসপাতালের উপপরিচালক ডা. পরিতোষ কুমার বলেন, ‘৩১টি ক্যানুলা অক্সিজেন সিলিন্ডার এবং ছোট ছোট সিলিন্ডার দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে।’

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আজ পর্যন্ত নাটোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫০১ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের।

এ অবস্থায় রোববার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সভা আহ্বান করা হয়। সভায় লকডাউন পরিস্থিতি আরও কড়াকড়ি ভাবে পালন করাসহ সামাজিক ট্রান্সমিশন কত শতাংশ তা নির্ণয়ের জন্য সাতটি উপজেলাতেই এস্ট্রোজেন পরীক্ষা করা হচ্ছে।

অপরদিকে অক্সিজেন সরবরাহ নিয়মিত করতে আরও ক্যানুলা অক্সিজেন সিলিন্ডার ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।