চাঁপাইনবাবগঞ্জে৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন


প্রকাশিত: ০৬:০৩ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

দলিত জনগোষ্ঠীর আটদফা দাবিতে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের ব্যানারে সকাল ১০টার দিকে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আইন কমিশন সুপারিশকৃত বৈষম্য বিলোপ আইন-২০১৪ প্রণয়ন, দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, সকল মহানগরী ও পৌরসভাসমূহে দলিত জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণসহ আটদফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
 
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ব্রক্ষ্মনাথ ঠাকুর, সাধারণ সম্পাদক অবনী দাস, আদিবাসী নেত্রী সেলিনা মারডি, ইসোকা রবী দাস, ইসলাইল হক সেন্টু প্রমুখ।

মোহা. আব্দুল­াহ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।