মানিকগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল চারজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৭ জুন ২০২১

মানিকগঞ্জে বজ্রপাতে এক কলেজছাত্রসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার (৬ জুন) জেলার ঘিওর ও দৌলতপুর উপজেলায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘিওরের বৈলট গ্রামের মুক্তার হোসেনের ছেলে কলেজছাত্র শাহিন মিয়া (১৮), একই উপজেলার ঠাকুরকান্দি গ্রামের আরশেদ বিশ্বাসের ছেলে জুলহাস উদ্দিন জুলু (৪০), কুস্তা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে ইবাদুল খান (৩২) ও দৌলতপুরের বাঁচামারা গ্রামের আব্দুল বাতেনের ছেলে গোলাম মোস্তফা (৪০)।

পুলিশ জানায়, বৃষ্টির সময় মায়ের সঙ্গে ক্ষেত থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে মারা যান বৈলট গ্রামের কলেজছাত্র শাহিন মিয়া। তিনি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব ও ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান শাহিনের বাড়িতে গিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন ঘিওরের ঠাকুরকান্দি গ্রামের জুলু ও কুস্তা গ্রামের ইবাদুল। রাত হয়ে গেলেও দুজন বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে রোববার রাত ৯টার দিকে কৃষিজমিতে তাদের মরদেহ পাওয়া যায়।

এছাড়া দৌলতপুরের বাঁচামারা এলাকায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন।

বাঁচামারা ইউপি সদস্য মো. রমজান আলী বলেন, মহিষের গাড়ি চালিয়ে চরে বাদামের চালান আনার সময় বজ্রপাতে মারা যান বাঁচামারা এলাকার গোলাম মোস্তফা।

এদিকে শিবালয়ে উলাইল ইউনিয়নের ক্ষুদ্দটেপড়া এলাকায় বজ্রপাতে একটি ধানক্ষেতে আগুন ধরে যায়।

বি.এম খোরশেদ/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।