রংপুরে বিএনপি-জামায়াতের ২০ কর্মীসহ আটক ৭৬


প্রকাশিত: ০৪:২৪ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

রংপুরে বিএনপি ও জামায়াত শিবিরের ২০ নেতা-কর্মীসহ ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে বিএনপির ৯ এবং জামায়াত শিবিরের ১১ জন রয়েছেন।

রংপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর ইলিয়াস নুরী জাগো নিউজকে জানান, কোতয়ালী থানা পুলিশ জামায়াতের একজন, বদরগঞ্জে জামায়াতের একজন, পীরগঞ্জে জামায়াত শিবিরের চারজন, মিঠাপুুকুর থানা পুলিশ জামায়াত শিবিরের চারজন, পীরগাছা থানা পুলিশ বিএনপির নয়জন এবং জামায়াতের একজনকে গ্রেফতার করেছে।

ইলিয়াস নুরী আরও জানান, গ্রেফতারকৃত এসব বিএনপি ও জামায়াত শিবিরের কর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের মামলা রয়েছে।

এছাড়াও জেলা পুলিশ একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে আরো ৫৬ জনকে আটক করেছে। এসময় ২৫ বোতল ফেনসিডিল, ১২ পিস ইয়াবা এবং ৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

জিতু কবীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।