ঝড়ে বিদ্যুৎবিহীন পটুয়াখালী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০৬ জুন ২০২১

পটুয়াখালীতে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে রোববার (৬ জুন) দুপুরের পর থেকেই শহরের সব এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

রোববার দুপুর দেড়টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত দেড় ঘণ্টা ঝড়ো বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় ট্রান্সমিটারের ক্ষতির পাশাপাশি অনেক এলাকার বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটিও পড়ে গেছে।

বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালী ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় তিনটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, এছাড়া অনেক এলাকায় বৈদ্যুতিক তারের ওপর গাছ পড়ে আছে। এরই মধ্যে আমাদের লোকজন কাজ শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব আবারও সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছি। কাজ শেষ হলেই লাইন চালু করা হবে। তবে সে জন্য আরও দু-তিন ঘণ্টা সময় লাগতে পারে।’

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।