অপরিচিতের কোলে রেখে আল্ট্রা করতে গিয়ে শিশুকে হারালেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৬ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বেসরকারি হাসপাতাল থেকে ওবায়েদ সরকার নামের ৪৭ দিনের এক শিশু চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলা সদরের আহমদ মেডিকেল হাসপাতালে এই ঘটনা ঘটে। নিখোঁজ নবজাতক ওবায়েদ উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে।

নিখোঁজ শিশুর মা সাবিনা আক্তারের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, শিশুটিকে কোলে নিয়ে বেসরকারি হাসপাতালটিতে তিনি একা চিকিৎসার জন্য আসেন। সেখানে চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাফি করাতে পরামর্শ দেন। হাসপাতালে আল্ট্রসনোগ্রাফি কক্ষে ঢোকার আগে সাবিনা আক্তার তার সন্তানকে পাশে বসা এক অপরিচিত নারীর কোলে দিয়ে যান। আল্ট্রাসনোগ্রাফি কক্ষ থেকে বের হয়ে দেখেন নবজাতক শিশুসহ অপরিচিত নারীটি উধাও হয়ে গেছেন। হাসপাতাল ও এর আশপাশে কোথাও খুঁজে তাদের পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নবজাতক শিশুটি নিখোঁজ হওয়ার পর তার মা সাবিনা আক্তার প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন। এই ঘটনায় লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ শিশুটিকে খুঁজে বের করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।