ভারত থেকে অবৈধভাবে সুপারি আনতে গিয়ে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৬ জুন ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জের সীমান্ত পথ দিয়ে ভারত থেকে সুপারি নিয়ে আসার সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৬০০ ভারতীয় সুপারি জব্দ করে পুলিশ। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনের সময় চারজনকে গ্রেফতার করা হয়।

শনিবার (৫ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে সীমান্ত থেকে তাদের গ্রেফতার করে বিজিবি।

এদিকে রোববার (৬ জুন) সকালে দলাই নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ভারত থেকে সুপারি নিয়ে ফেরার সময় গ্রেফতাররা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগের আমিন খানের ছেলে আলী হোসেন (২৪), একই এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে নজির হোসেন (২১), মৃত মরম আলীর ছেলে আলী আকবর (২০) ও মখন মিয়ার ছেলে জুবায়েল আহমদ (২১)।

এছাড়া দলাই নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন দায়ে গ্রেফতার চারজন হলেন, কোম্পানীগঞ্জের জাতেরটুক গ্রামের আব্দুর রশিদের ছেলে জাকারিয়া (৩২), একই এলাকার আব্দুল আমিনের ছেলে জাকারিয়া হোসেন (২৫) ও তেরাব আলীর ছেলে আসাদ উদ্দিন (২০) এবং রুস্তুমপুর গ্রামের জালাল মিয়ার ছেলে তারেক রহমান (২২)।

jagonews24

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপির বিজিবির হাবিলদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ভারত থেকে সুপারি নিয়ে ফেরার সময় চারজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, অবৈধভাবে ভারত থেকে সুপারি এনে সিলেটে বিক্রি করতেন তারা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতে থেকে সুপারি নিয়ে দেশে ঢোকার পথে চারজনকে আটক করে বিজিবি। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ৬০০ ভারতীয় সুপারি জব্দ করে বিজিবি’।

তিনি আরও বলেন, ‘অন্যদিকে দলাই নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করার অপরাধে আরও চারজনকে পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে’।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

ছামির মাহমুদ/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।