নেত্রকোনা জেলা কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৬ জুন ২০২১
ফাইল ছবি

নেত্রকোনা জেলা কারাগারে আব্দুল মতিন (৬০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুন) ভোরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মারা যান তিনি।

আব্দুল মতিন সদর উপজেলার সিংহের বাংলার ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত ছমেদ মুন্সির ছেলে। তিনি হত্যা মামলার আসামি হয়ে হাজতি হিসেবে কারাগারে ছিলেন। গত ২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

জেলা কারাগারের সুপার আব্দুল কুদ্দুস বলেন, আব্দুল মতি রোববার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার একরামুল হাসান বলেন, ভোর সাড়ে ৪টার দিকে অসুস্থ আব্দুল মতিনকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মারা যান তিনি।

এইচ এম কামাল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।