সাতক্ষীরা সীমান্তে দুই যৌনকর্মীসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৪৩ পিএম, ০৫ জুন ২০২১

ভারতে পাচারকালে সাতক্ষীরার কুশখালি সীমান্তে দুই যৌনকর্মীকে উদ্ধার ও একজন নারী পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ জুন) বিকাল সাড়ে ৫টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ।

তিনি বলেন, করোনারোধে বিজিবির চলমান বিশেষ টহলকালে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন, নারায়ণগঞ্জের সোনিয়া খাতুন ও শরিয়তপুরের জেসমিন বেগম। গ্রেফতারকৃত দালাল কলারোয়ার সোনাবাড়িয়ার হাসানুর রহমান। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরা সীমান্তে ছয় শতাধিক টহলকালে আরও ৩৫ বাংলাদেশি ও এক ভারতীয় নারীকে আটক করা হয়। ভারতীয় নাগরিক খাদিজাকে বিএসএফ-এর হাতে সোপর্দ করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।