ইমোতে সম্পর্কের ফাঁদ পেতে মুক্তিপণ আদায়, নারীসহ আটক ৪
সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো অ্যাপের মাধ্যমে মোবাইলে সম্পর্কের ফাঁদ পেতে বাসায় ডেকে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনায় নারীসহ চার প্রতারককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ জুন) রাতে আশুলিয়ার নয়ারহাট ও বাইপাইলের কোহিনুর গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সিলিমপুর গ্রামের হাসি আক্তার (২৮), নাটোর জেলার নলডাঙ্গা থানার তোপাপুকুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫), পাবনা জেলার সুজানগর থানার পয়রান গ্রামের নজরুল ইসলামের ছেলে হৃদয় (১৮) ও টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা উত্তর পাড়া গ্রামের কাদের খানের ছেলে ফিরোজ আল মামুন (২৭)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ভুক্তভোগী যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে বন্ধুত্ব করে প্রতারকরা। পরে তাকে কৌশলে বাসায় ডেকে নিয়ে মারধর করে দেড় লাখ টাকা, মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র রেখে দেয়। পরে বিষয়টি পুলিশকে জানায় ভুক্তভোগী ওই যুবক। পরে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, তাদের কাছ থেকে মুক্তিপণের ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আল-মামুন/আরএইচ/জিকেএস