কুমিল্লায় ফেনসিডিলসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৫ জুন ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শনিবার (৫ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, চট্টগ্রাম আগ্রাবাদের বাদামতলী চেয়ারম্যান বাড়ির মো. আমিনের ছেলে তারেক আমিনী (৩০) ও শেখ ফরিদুর আনোয়ারের ছেলে রাজিব আনোয়ার (৩২)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, শুক্রবার (৪ জুন) রাতে তারেক আমিনী ও রাজিব আনোয়ার একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১৩-৫১৯৭) চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণের ভাটপাড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে বিষয়টি চৌদ্দগ্রাম থানাকে অবগত করলে মহাসড়কের উপজেলা সদরে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক জব্দ করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে বন্দর নগরী নামে একটি অনলাইন টেলিভিশনের সাংবাদিক বলে তারা জানান। তাদের কাছ থেকে দুইটি ভুয়া আইডি কার্ড ও একটি ক্যামেরা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।