রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৫

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কয়েদি মোস্তাক শেখ (৪০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার বিকেলে তিনি মারা যান। তিনি ভারতের মালদাহ জেলার বালিয়াচর থানার মজমপুর গ্রামের জহিরের ছেলে। তার কয়েদি নং-৬০৯৪/এ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ১৯৯৮ সালের ২৯ অক্টোবর নারী নির্যাতনের এক মামলার (যার নম্বর ১৪) আসামি ছিলেন। ওই মামলায় তার ৩০ বছরের কারাদণ্ড হয়েছিল।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স বজলুর রশিদ জানান, শুক্রবার বিকেলে মোস্তাক শেখ কারাগারের ভেতরে বুকের ব্যাথা অনুভব করে। এ সময় তাকে রামেক হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করার জন্য জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শনিবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ সহকারী ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

শাহরিয়ার অনতু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।