বাগেরহাটে চায়ের দোকানে টিভি দেখা-ক্যারাম খেলা বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৪ জুন ২০২১

করোনাভাইরাসের সংক্রামণ রোধে কঠোর অবস্থানে রয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। শুক্রবার (৪ জুন) করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভায় প্রত্যেক উপজেলায় সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণসহ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা বাড়ানো সিদ্ধান্ত গৃহীত হয়। আড্ডা কমাতে চায়ের দোকানগুলোতে টিভি দেখা ও ক্যারাম বোর্ড খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

jagonews24

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে. এম. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোহম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মোংলায় ২০ জন, মোড়েলগঞ্জে ১৪ জন, সদর উপজেলায় সাতজন, শরণখোলায় দুইজন, রামপালে একজন ও চিতলমারীতে এক জন রয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোংলায় দুইজনের মৃত্যু হয়েছে।

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৭২৪ জন, মৃত্যু হয়েছে ৪৬ জনের। জেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন।

শওকত বাবু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।