র‌্যাবের জালে ধরা পড়ল অটোরিকশা চোরচক্রের ১০ সদস্য

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৪ জুন ২০২১

সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৪ জুন) দুপুরে র‌্যাব শায়েস্তাগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সৌরভ মো. অসীম শাতিল এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, মো. মহিউদ্দিন (২৬), দ্বীন ইসলাম হৃদয় (২১), অনুকুল রায় (১৯), মো. মঈন উদ্দিন (২৮), মো. শফিকুল ইসলাম (৩৬), মো. সেলিম আহম্মেদ মুন্না (৩০), মো. কামরুল মিয়া (২৪), শমসু মিয়া (৪৫), মো. মানিক মিয়া (৩৭) ও মো. মশিউর রহমান (৪২)।

jagonews24

তিনি জানান, গত ২১ এপ্রিল (বুধবার) সিএনজি অটোরিকশা চোরচক্রের প্রধান মো. আবু তালেবকে গ্রেফতার করে র‌্যাব। এরপর ৩ জুন (বৃহস্পতিবার) মাধবপুর থেকে চক্রের অন্যতম সদস্য শমসু মিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় সিএনজি অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছয়টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।