চাঁপাইনবাবগঞ্জে ফোন দিলেই মিলবে অক্সিজেন
চাঁপাইনবাবগঞ্জে ফোন দিলেই বিনামূল্যে পাওয়া যাবে অক্সিজেন। শুক্রবার (৪ জুন) থেকে ফোন দিলেই রোগীদের কাছে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন।
বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
তিনি ওই পোস্টে লেখেন, ‘বর্তমানে করোনা সংক্রমণের হার চাঁপাইনবাবগঞ্জে সবচেয়ে বেশি। যেসব জেলায় সংক্রমণ বেশি থাকবে ধীরে ধীরে সেসব জেলায় সেবা পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে। আমরা কুরিয়ারের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছি রোগীদের কাছে’।
‘একটি নতুন ভোরের প্রতীক্ষা’ এ স্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতির শুরু থেকে আমরা সারাদেশে ধাপে ধাপে চালু করি বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা। সংকট যতদিন থাকবে ততদিন আমাদের এ সেবা অব্যাহত থাকবে। সকল সঙ্কট-সংশয়ে আমরা আছি আপনার পাশে!’
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা.সাইফ জামান আনন্দ বলেন, শুক্রবার ভোরে অক্সিজেনগুলো চাঁপাইনবাবগঞ্জ এসে পৌঁছায়। ছাত্রলীগ কর্মী ও সেচ্ছাসেবকরা চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ করবে।
এসএমএম/জিকেএস