কানসাটে স্বাস্থ্যবিধি মেনে জমে উঠছে আম বাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৪ জুন ২০২১

স্বাস্থ্যবিধি মেনে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে জমে উঠছে আম বাজার। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণার কারণে প্রথম ২-৩ দিন বিক্রি কম হলেও এখন বেচাকেনা বাড়তে শুরু করেছে।

শুক্রবার (৪ জুন) সকালে সরেজমিনে কানসাট আম বাজার ঘুরে দেখা যায়, বাজারে মিলছে ক্ষীরসাপাত, হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগসহ নানা জাতের আম। দুপুর ১২টার দিকে বারিক বাজার থেকে দুই ভ্যান ক্ষিরসাপাত আম আনেন এনামুল নামে এক বাগান মালিক। দুপুর আড়াইটা বাজলেও তার আম বিক্রি হয়নি।

বিজ্ঞাপন

jagonews24

এনামুল হক জানান, প্রতিমণ আমের দাম দুই হাজার একশ টাকা চাইলেও অর্ধেক দাম বলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তার দাবি-অন্য বছরের মত এবারও যদি ব্যাপারী এবং আড়ৎদার থাকতো তবে আম দ্রুতই বেশি দামে বিক্রি হত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সালাম আলী নামের আরেক ব্যবসায়ী জানান, নাচোল থেকে এক ভ্যান আম এনেছি। প্রায় ৩৫ কিলোমিটার দূর থেকে কানসাটে আম আনার বিষয়ে তিনি বলেন, জেলার একমাত্র কানসাট বাজারে নায্যমূল্যে এবং সঠিক ওজনে আম বিক্রি করা যায়।

jagonews24

আড়ৎদার সাইফুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রভাব পড়েছে আমে। যার কারণে ব্যাপারীরা আসতে পারছে না। এছাড়া যে আম পাঠানো হচ্ছে-তা নিরাপদ কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন ভোক্তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ব্যাপারীদের কানসাট আসতে উৎসাহ দেয়া হচ্ছে। তারা আসলেই জমজমাট হবে আম বেচাকেনা।

হাট ইজারাদার সদস্য আর কে বাবু জানান, বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতে সেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি আড়তে নিরাপদভাবেই আম প্যাকিং করে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

jagonews24

বিজ্ঞাপন

আম আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক উমর ফারুক টিপু জানান, কানসাটে পাঁচশ আমের আড়ৎ থাকলেও গত এক সপ্তাহে প্রায় অর্ধশত আড়তে আম বেচাকেনা শুরু হয়েছে।

তিনি আরও জানান, চলতি মৌসুমে শুধু শিবগঞ্জ উপজেলায় প্রায় ১০ কোটি ফ্রুড ব্যাগ ব্যবহার করে আম প্রস্তত করা হচ্ছে। যদি দেশের বাইরে আম রফতানি হয় তবে চাষিরা করোনা সঙ্কটকালে কিছুটা হলেও স্বস্তি পাবে।

jagonews24

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জানান, আম সংশ্লিষ্টদের জন্য প্রশাসন সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। কোনো ব্যবসায়ীর পরিচয়পত্র প্রয়োজন হলে সেটিও কৃষি বিভাগ দিতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, অনলাইনের পাশাপাশি জেলার প্রধান প্রধান আম বাজারে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আম ব্যবসায়ীদের দ্বিতীয়বার ঘোষিত লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। ফলে তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। বাইরের ব্যবসায়ীরাও এসে আম কেনাবেচা করতে পারবেন।

উল্লেখ্য, চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৪ হাজার ৭৭৮ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। যা গত বছরের চেয়ে এক হাজার ৭০০ হেক্টর বেশি। এবার চাঁপাইনবাবগঞ্জে আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

বিজ্ঞাপন

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।