১৫০ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে আখ মাড়াই শুরু


প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫

১৫০ কোটি টাকা লোকসানের বোঝা ও প্রায় ৬০ কোটি টাকার চিনি অবিক্রিত রেখেই ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলে ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই মিলের ডোঙায় আখ ফেলে এ মাড়াই কাজ উদ্বোধন করেন।

এবারের আখ মাড়াই মৌসুমে এ চিনিকলের ৬০ কর্মদিবসে ৭৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিগত দিনে মিলটিতে উৎপাদিত প্রায় ৬০ কোটি টাকার চিনি এখনো অবিক্রিত রয়েছে বলে মিল সূত্রে জানা গেছে।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এমপি আনোয়ারুল আজীম আনার, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার ও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।