পাঁচ কদম এগোতেই ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৩ জুন ২০২১

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

jagonews24

বৃহস্পতিবার (৩ জুন) সকালে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের করার চেষ্টাকালে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব তারেক মিয়া পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুমিত ইসলাম, হাবিবুর রহমান, ইজাজুল হক নাসিম, হুশিয়ার আলম, আতাহার চৌধুরী শাহীন, আছান, নাসির, প্রমুখ।

jagonews24

এসময় বক্তারা বলেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর অন্যায়ভাবে হামলা করেছে ছাত্রলীগ। আমরা অনেক সহ্য করেছি। সহ্য করতে করতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন থেকে যেখানে ছাত্রলীগ অন্যায় করবে সেখানেই আমরা প্রতিহিত করবো’।

লিপসন আহমেদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।