ইউটিউব দেখে মদ তৈরি শেখা, ব্যবসা করতে গিয়ে গ্রেফতার যুবক
ইউটিউবে ভিডিও দেখে শখের বশে চোলাই মদ তৈরি করতেন সাতক্ষীরার কালীগঞ্জের ডিভ্যাল সরকার (৩৭)। এক সময় শখ থেকে চোলাই মদের ব্যবসায়ী বনে যান। অবশেষে ৫০ লিটার চোলাই মদসহ ধরা খেলেন পুলিশের হাতে।
মঙ্গলবার (১ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার ডিভ্যাল সরকার কালীগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি এলাকার শ্যামপদ সরকারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ সদস্যরা ব্যবসায়ী ডিভ্যালের বাড়িতে মাদক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, প্রথমে শখের বশে ইউটিউব থেকে ভিডিও দেখে মদ তৈরি করতেন। পরে গোপনে মদ তৈরি ও ব্যবসা শুরু করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বুধবার (২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/এমকেএইচ