মাদারীপুরে যৌতুকের বলি গৃহবধূ


প্রকাশিত: ০৭:০২ এএম, ০৪ ডিসেম্বর ২০১৫
প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈরে যৌতুক দিতে না পেরে বানেছা বেগম নামে এক গৃহবধূকে গলা টিপে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রাজৈর থানা পুলিশ শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী জহিরুল হক মোল্লাকে গ্রেফতার করেছে।

পারিবারিক ও রাজৈর থানা পুলিশ জানায়, ৪ বছর আগে রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে জহিরুর হক মোল্লার সঙ্গে পার্শ্ববর্তী মজুমদারকান্দি গ্রামের আলকাছ শেখের মেয়ে বানেছা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই জহিরুল স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে। বানেছার বাবা মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করে জামাই জহিরুল হক মোল্লাকে ১ লাখ টাকা দেয়। তারপরও চলতে থাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন। বৃহস্পতিবার রাতে যৌতুকের টাকা আনার জন্য স্ত্রী বানেছা বেগমকে মারধর করার এক পর্যায়ে গলা টিপে ও শ্বাসরোধ করে হত্যার পর ঘরের মধ্যে মরদেহ ফেলে রাখে।

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একেএম নাসিরুল হক/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।