কুমিল্লায় লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু
কুমিল্লায় বাবাকে বাঁচাতে গিয়ে লাঠির আঘাতে ফাতেমা আক্তার (২২) নামে এক গৃবধূর মৃত্যু হয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার বড়ধর্মপুর (ফকির মুড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বড়ধর্মপুর গ্রামের হামিদ মিয়ার সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে তার ভাতিজা নাছিরের বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসা করতে বৃহস্পতিবার বিকেলে বাড়িতে সালিশ বৈঠক হয়। ওই বৈঠক চলাকালে নাছির উত্তেজিত হয়ে চাচা হামিদকে লাঠি দিয়ে আঘাতের চেষ্টা চলায়। এ সময় ফাতেমা তার বাবাকে বাঁচাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়ভাবে রাতভর তাকে বাড়িতে চিকিৎসা দেয়া হলেও শুক্রবার ভোরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে ফাতেমার মৃত্যু হয়। ৯ মাস আগে জেলার বরুড়া উপজেলার ধনিশ্বর গ্রামে তার বিয়ে হয়েছিল।
বেলা সাড়ে ১১ টায় সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে।
কামাল উদ্দিন/এসএস/আরআইপি