ভাসানচরে রোহিঙ্গার হাতের কব্জি কাটল প্রতিপক্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০২ জুন ২০২১
ফাইল ছবি

নোয়াখালীর ভাসানচরে আধিপত্য বিস্তারে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে সিরাজ (৩৭) নামের একজনের ডান হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষ। তাকে ভাসানচরের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ জুন) সকাল ৮টায় এ ঘটনা ঘটে।

আহত সিরাজ ভাসানচরের ক্লাস্টার-বি-১২-১৩ নম্বর রুমের বাসিন্দা ও ইমান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও লুটের মালামাল ভাগবাটোয়ারা নিয়ে রোহিঙ্গাদের সিজার ও আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে সিরাজের ডান হাতের কব্জি কেটে নিয়ে যায়।

এরপর স্থানীয়রা সিরাজের হাতের বিচ্ছিন্ন কব্জি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত সিরাজের বিচ্ছিন্ন কব্জি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, রোহিঙ্গাদের মধ্যে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাদকব্যবসা ও লুটতরাজের মালামাল নিয়ে নিজেদের মধ্যে সহিংসতায় লিপ্ত হচ্ছে। তারা নিজেদের দাবি আদায় বাদ দিয়ে এখন আধিপত্য বিস্তারে সহিংসতায় জড়িয়ে পড়ছেন।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।