মেঘনায় ছাড়া হলো জব্দ করা ১ লাখ গলদার রেণু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০২ জুন ২০২১

ভোলায় একটি ট্রলার থেকে এক লাখ পিস গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্য বিভাগ। এসব রেণু মেঘনা নদীতে ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন।

তিনি জানান, সন্ধ্যায় গোপন সংবাদে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের লঞ্চঘাটের পাশে বালুর মাঠ সংলগ্ন মেঘনা নদী থেকে ট্রলার থেকে পাঁচ ড্রাম ভর্তি গলদা চিংড়ির রেণু ও একটি মশারি জাল জব্দ করা হয়। পরে দৌলতখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ চৌধুরীর উপস্থিতিতে চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

মৎস্য কর্মকর্তা আরও জানান, জব্দকৃত ট্রলার ২৮ হাজার টাকা নিলাম দেয়া হয় এবং মশারির জালটি আগুনে পুড়িয়ে ফেলা হয়।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।