ভাঙা পাড়ে দাঁড়িয়ে উপকূলবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০১ জুন ২০২১

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন পানিবন্দি থাকা ভুক্তভোগী সাধারণ মানুষ ও কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক।

মঙ্গলবার (১ জুন) কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবকের উদ্যোগে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্ত খালি ডাক্তার বাড়ি এলাকার বেড়িবাঁধের ওপর এ কর্মসূচি পালন করা হয়।

এতে কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের সঙ্গে এলাকার কয়েকশ নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।

jagonews24

মানববন্ধনে বক্তব্যে দেন কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবকের সভাপতি রানেল হাওলাদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক মৃধা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কলাখালী ইউনিয়নের কৈবর্ত খালি ডাক্তার বাড়ি এলাকার ১১ কিলোমিটার বেড়িবাঁধটি ভাঙা থাকার কারণে প্রতি বছর বন্যা অথবা জলোচ্ছ্বাসে তাদের গ্রাম প্লাবিত হয়। এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে ফের লণ্ডভণ্ড হয়ে গেছে কলাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। অবিলম্বে এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করলে হয়তো নিকট ভবিষ্যতে এই উপকূলীয় এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।

jagonews24

পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বলেন, ‘পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশে আমরা পিরোজপুরের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো নির্মাণের জন্য একটি প্রস্তাবনা পাঠাব।’

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।