কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০১ জুন ২০২১

বগুড়ার আদমদীঘিতে কিস্তির চাপে এনামুল হক (৫৫) নামের এক ধান ব্যবসায়ীর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ জুন) সকালে বিষাক্ত গ্যাস ট্যবলেট খেয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত এনামুল উপজেলার পুশিন্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। পরে দুপুরে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নশরতপুর ইউনিয়নের পুশিন্দা সরদার পাড়ার এনামুল হক বেশ কয়েকটি এনজিও (ব্র্যাক, আশা, গ্রামীণ ব্যাংক, দাবী ও জাগরণী) থেকে ঋণ নিয়ে ধানের ব্যবসা করতেন। করোনার কারণে ব্যবসা মন্দা যাওয়ায় নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। ফলে বেশ কয়েকদিন ধরে এনজিওর মাঠকর্মীরা কিস্তির জন্য চাপ দেন। এ নিয়ে এনামুলের মধ্যে হতাশা তৈরি হয়।

একপর্যায়ে মঙ্গলবার ভোরে গ্যাস ট্যবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান তিনি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবার থেকে কেউ অভিযোগ করেননি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।