বনে ফিরে গেল জোয়ারে ভেসে আসা ২ হরিণ শাবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ৩১ মে ২০২১
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে পানিতে ভেসে আসা সেই হরিণ শাবক দুটিকে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (৩১ মে) সকালে ভোলার মনপুরা উপজেলার কালকিনি (চর নিজাম) এলাকার কেওড়া বাগানে অবমুক্ত করা হয়। কালকিনি (চর নিজাম) বিট কর্মকর্তা এস এম আমির হামজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইয়াসের প্রভাব ও পূর্ণিমায় মেঘনার পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় চর নিজাম এলাকার হরিণের বাসস্থান কেওড়া বাগানটি। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে জোয়ারের পানিতে ভেসে আসে ৫ মাস বয়সী ও ৮ মাস বয়সী দুটি মায়া হরিণ। ওই সময় কেওড়া বাগানে আমাদের টহল তাদের দেখতে পেয়ে উদ্ধার করে অফিসে নিয়ে আসে। এরপর আমরা হরিণ দুটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি।’

বিট কর্মকর্তা আরও বলেন, ‘কেওড়া বাগানে জোয়ারের পানি না কমায় এবং আবহাওয়া ভালো না থাকায় আমরা হরিণ দুটিকে অবমুক্ত করতে পারিনি। আবহাওয়া স্বাভাবিক হলে সোমবার সকালে কেওড়া বনে তাদের অবমুক্ত করি।’

জুয়েল সাহা বিকাশ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।