পাথরঘাটায় দুই হরিণ শিকারি আটক


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

বরগুনার পাথরঘাটায় হরিণ ধরার ১০ হাজার ফাঁদসহ দুই শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সির ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. এসএ রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পাথরঘাটার মুন্সিরহাট ব্রিজের নিচ থেকে ট্রলারসহ দুই শিকারিকে আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ১১ বান্ডিলে থাকা প্রায় ১০ হাজার হরিণ ধরার ফাঁদ জব্দ করা হয়।

জব্দকৃত ফাঁদ ও আটক দুইজনকে পাথরঘাটা বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।