বিদ্যুৎ বঞ্চিত ফুলবাড়ীর ৩০০ পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ৩১ মে ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীর চারটি গ্রামের প্রায় ৩০০ পরিবার বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছেন। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছেন তারা। এদিকে বিদ্যুৎ সংযোগের জন্য এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এ গ্রামবাসীরা।

রোববার (৩০ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফুলবাড়ী-বিরামপুর সড়কের উপজেলার জয়নগরস্থ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিবনগর ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, ইউপি সদস্য ফেরাজুল শাহ, ভুক্তভোগী মাসুদ রানা, রাজু ইসলাম, অমল কিস্কু, দেওয়ান টুডু, বংশী কিস্কু, জয়ন্ত মার্ডি প্রমুখ।

ভুক্তভোগীরা বলেন, দুই বছর আগে উপজেলার শিবনগর ইউনিয়নের সমশেরনগর, পাঠকপাড়া, লক্ষ্মীপুর বেলডাঙা ও আলুরডাঙা আদিবাসী পাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য কাঠামো গঠন করা হয়। কিন্তু এখনও এ গ্রামগুলোতে বিদ্যুৎ পৌঁছায়নি। পল্লী বিদ্যুতের পাশাপাশি গ্রামগুলোতে নেসকোর (পিডিবি) সংযোগ থাকায় এ জটিলতা সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, মুজিববর্ষে শহর থেকে গ্রাম পর্যন্ত শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেয়া হলেও আমরা এখনো বিদ্যুৎ সুবিধা বঞ্চিত। অসহনীয় এ গরমে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে আমাদের।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজোর (প্রশাসন-জিএম) মো. গোলাম আজম বলেন, ওই এলাকায় পিডিবি কর্তৃক বিদ্যুৎ সরবারাহ করা হয়েছে। ফলে এলাকায় পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিষয়টি ফুলবাড়ী বিদ্যুৎ সরবারহ (পিডিবি) কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তাদের জানানো হয়েছে ও যারা না বুঝে আন্দোলন করেছেন তাদেরকেও বিষয়টি বোঝানোর জন্য বলা হয়েছে।

পিডিবি কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে তাদের বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ্বাস দিয়েছেন।

ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ, নেসকো (বিউবো) অফিসের আবাসিক প্রকৌশলী মো. উজ্জ্বল আলী জানান, বিদ্যুতের খুটি (পোল) স্থাপনের কাজ শুরু করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ওই এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

এমদাদুল হক মিলন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।