কখনো পুলিশ, কখনো ডিসি অফিসের কর্মচারী তিনি
কখনো ডিসি অফিসের কর্মচারী, কখনো বা পুলিশ। এমন পরিচয়ে ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগে নুরে আলম ওরফে রিপনকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ মে) রাতে নীলফামীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগাঁও ইউনিয়নের পূর্ব দলিরাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বদির উদ্দিনের ছেলে।
রোববার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।
তিনি বলেন, নুরে আলম ওরফে রিপন নিজেকে কখনো রংপুর ডিসি অফিসের কর্মচারী, কখনো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান পরিচয়ে মহানগরীসহ বিভিন্ন জেলার লোকদের সরকারি চাকরি দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নানা ধরণের প্রতারণার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান কাজী মুত্তাকী ইবনু মিনান।
জীতু কবির/আরএইচ/এমকেএইচ